সারাদেশ ৯ জানুয়ারি, ২০২৩ ১১:৫২

রাজধানীরতে নিরাপত্তাকর্মী খুন

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়ায় একটি কারখানার ভেতর হাশেম মিয়া (৬০) নামে এক নিরাপত্তাকর্মী খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে কারখানার কর্মচারীরা রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে ঢাকা মেডিকেলে নিয়ে যান। 

নিহত হাশেম মিয়া হ্যাপি হোমসসংলগ্ন জুয়েল ইন্ডাস্ট্রির নিরাপত্তাকর্মী ছিলেন। তিনি ওই কারখানার দোতলার একটি রুমে একাই থাকতেন।

ওই কারখানার শ্রমিক ঝন্টু মিয়া জানান, সকালে (৯ জানুয়ারি)শ্রমিকরা রুমে গিয়ে দেখেন হাশেম মিয়া রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার ঘরের আলমিরাসহ বিভিন্ন জিনিসপত্র এলোমেলো ছিল।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। তার মাথাসহ শরীরে জখমের চিহ্ন রয়েছে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।

তিনি বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। তার মাথাসহ শরীরে জখমের চিহ্ন রয়েছে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।

 
আমাদের কাগজ/এম টি