সারাদেশ ৯ জানুয়ারি, ২০২৩ ১০:০৭

রাজধানীতে মসজিদের মেস থেকে খাদেমের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনীর একটি মসজিদের মেস থেকে মজিবুর রহমান (৫৩) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত সোয়া ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মজিবুর রহমানের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, মজিবুর রহমান পেশায় একজন সিএনজি অটোরিকশাচালক। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ তাড়াইল উপজেলায়। রেলওয়ে কলোনি বাইতুল জান্নাত জামে মসজিদের মেসে থাকতেন তিনি। দিনে মসজিদের খেদমত করতেন। আর পাশাপাশি সিএনজি অটোরিকশা চালাতেন।

মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, তার গ্রামের বাড়িতে জমি-সংক্রান্ত জটিলতার কারণে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন। তার পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, ২৫ বছর ধরে রেলওয়ে কলোনির বায়তুল জান্নাত মসজিদের খাদেম হিসেবে কাজ করতেন এবং পাশেই মসজিদের মেসে থাকতেন।

আমাদের কাগজ/এম টি