সারাদেশ ৫ জানুয়ারি, ২০২৩ ০৭:১০

আপত্তিকর ভিডিও ফাঁস, আ.লীগ নেতাকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক: শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের দায়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফএম শরিফুল ইসলাম শরীফকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

বুধবার রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলাভঙ্গের কারণে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফএম শরিফুল ইসলাম শরীফের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

আমাদেরকাগজ/এইচএম