টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত হয়েছেন।
রোববার (৫ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের বাগবাড়ি এলাকায় তেলবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মা-মেয়ে দুইজনই নিহত হন। আহত হন চারজন। আহতদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- উপজেলার বিলচাপড়া গ্রামের মোঃ শহিদুল ইসলাম স্ত্রী পারুল বেগম (৩৫) এবং তাদের চার বছরের মেয়ে ছোঁয়া মনি।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম জানান, নিহত পারুল বেগম তার কণ্যাশিশুকে নিয়ে ভ্যানগাড়ি যোগে বিকেল সাড়ে তিনটার দিকে গ্রামের বাড়ি বিলচাপড়া যাচ্ছিলেন।
এ সময় তাদের বহনকারী ভ্যানগাড়িটি ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের বাগবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আমাদেরকাগজ/এইচএম




















