সারাদেশ ৫ জানুয়ারি, ২০২৩ ১০:২৬

ফাঁকা বাসা পেয়ে কাজে লাগালো স্কুলছাত্রী,করলেন আত্মহত্যা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ,পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলায় এক স্কুলছাত্রী আত্মহত্যা দাবি জানিয়েছে কনক জাহান আঁখি (১৫) এর পরিবার। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে বুধবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে পৌরশহরের কাজীপাড়া মহল্লায় পুলিশ মরদেহ উদ্ধার করে। তথ্য অনুযায়ী, নিহত কনক জাহান আঁখি (১৫)। তিনি পাবনা শহরের আদর্শ গার্লস বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের স্বজনরা বরাত দিয়ে জানান, কয়েক মাস আগে আঁখির মা মারা যান। এরপর তার বাবা কামাল আবার বিয়ে করে। 

দ্বিতীয় বিয়ের পর চাটমোহর পৌরশহরের আফ্রাতপাড়া মহল্লায় বাড়ি হলেও সম্প্রতি কাজীপাড়া মহল্লায় বাসা ভাড়া নেন। বুধবার (৪ ডিসেম্বর) আঁখির সৎমা তার ছোট ভাইবোনদের স্কুলে নিয়ে যান। এ সময় আঁখি একাই বাসাতে ছিল।

এদিকে একই দিন বিকেলে তার সৎমা ফিরে এসে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। এ সময় ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজার ভেন্টিলেটর ভাঙা হয়। 

অত'পর স্বজনরা ফ্যানের সঙ্গে আঁখির ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে থানা পুলিশকে সংবাদ দেওয়া হয়। পুলিশ রাত ৮টার দিকে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, বুধবার (৪ জানুয়ারি) রাতে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য রাতেই পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাকি তথ্য ময়নাতদন্তের পরই বলা যাবে। 

আমাদের কাগজ/এম টি