সারাদেশ ২১ সেপ্টেম্বর, ২০১৯ ১২:০৬

চলছে রাজধানী জুড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান

নিজস্ব প্রতিবেদন।। 

অবৈধ ক্যাসিনো (জুয়ার আসর) জব্দ এবং এর সাথে জড়িতদের আটকের লক্ষ্যে রাজধানী জুড়ে চলছে র‍্যাবের সাঁড়াশি। 

র‍্যাব ঊর্ধ্বতম সূত্র থেকে জানা গিয়েছে, অভিযান চালানোর লক্ষ্যে দুপুরের পর থেকে কলাবাগান স্পোর্টিং ক্লাবে, ধানমন্ডি ক্লাব, কারওয়ান বাজার মৎসজীবী ক্লাব, এজাক্স ক্লাব এবং এলিফেন্ট রোডের একটি ক্লাবে ঘিরে রাখা হয়েছে। 

ইতিমধ্যে কলাবাগান ক্রীড়া চ‌ক্রের সভাপ‌তি শফিকুল আলম ফিরোজকে জিজ্ঞাসাবা‌দে নিয়েছে র‍্যাব । 

বিস্তারিত আসছে...