কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়ায় পর্যটকদের রাত্রিযাপন নিষিদ্ধ করা হয়েছে।
রোববার (১ জানুয়ারি) মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
ওসি প্রণব কুমার চৌধুরী জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দিনের বেলায় দ্বীপে ভ্রমণে কোনো বাধা নেই বলেও উল্লেখ করেন তিনি।
ফেসবুকে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ জানুয়ারি থেকে স্থানীয় জনসাধারণ ছাড়া বিদেশি পর্যটকরা প্রশাসনের অনুমতি ছাড়া সোনাদিয়া দ্বীপে রাত কাটাতে পারবেন না। স্থানীয় জনসাধারণের মধ্যে কেউ যদি এই আদেশ অমান্য করে এবং কোনও বিদেশী পর্যটককে বাণিজ্যিক উদ্দেশ্যে দ্বীপে রাতারাতি থাকার অনুমতি দেয় তবে যারা থাকবেন তাদের উভয়ের বিরুদ্ধেই বিচার করা হবে।
আরও বলা হয়, যেসব পর্যটকরা ইতিমধ্যেই রাতে দ্বীপে থাকার প্যাকেজ ঘোষণা করেছেন, তাদের অবিলম্বে বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে বলা হচ্ছে। সকল বহিরাগতদের বিকাল ৪টার আগে দ্বীপ এলাকা ত্যাগ করতে হবে।
আমাদেরকাগজ/এইচএম





















