সারাদেশ ২০ সেপ্টেম্বর, ২০১৯ ০৭:৩৮

গণপূর্তের অঘোষিত সম্রাট 'জি কে শামীম'

নিজস্ব প্রতিবেদক।। 

তাঁর উচ্চতা পাঁচ ফুটের কিছু বেশি হবে। বিশেষ সিকিউরিটির পোশাক পরা ছয় জন অস্ত্রধারী দেহরক্ষী ঠিক পিছনে চলছে। ছোটখাটো মানুষ হলেও তার ক্ষমতার দাপট আকাশসমান। এই গুরুত্বপূর্ণ ব্যক্তির আর কেউ নয়, তিনি হচ্ছেন সাবেক ঢাকা মহানগর যুবদলের সহসম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় প্রভাবশালী নেতা এবং বর্তমান যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক।

গণপূর্ত ভবনের বেশির ভাগ ঠিকাদারি কাজই জি কে শামীম নিয়ন্ত্রণ করেন।  এছাড়া জি কে শামীম রাজধানীর সবুজবাগ, বাসাবো, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় প্রভাবশালী ঠিকাদার হিসেবেই পরিচিত। 

সূত্র থেকে আরো জানা যায় , সাবেক গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাসের খুবই ঘনিষ্ঠ ছিল এই শামীম । সে সময় থেকেই গণপূর্তের ঠিকাদারি নিয়ন্ত্রণ করে আসছে সে। 

প্রসঙ্গত, আজ শুক্রবার দুপুরে রাজধানীর নিকেতনে যুবলীগের কেন্দ্রীয় নেতা জি কে শামিম এর ব্যবসায়িক কার্যালয় জি কে বিল্ডার্সে অভিযান চালিয়ে ৬ দেহরক্ষীসহ জি কে শামীমকে  আটক করেছে র‌্যাবের একটি বিশেষ টিম।