সারাদেশ ২৬ ডিসেম্বর, ২০২২ ১১:০৭

শীত কমেছে নওগাঁয়

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

নওগাঁ প্রতিনিধি, আমাদের কাগজ ডেস্কঃ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বেড়েছে। তবে উত্তরাঞ্চলসহ কিছু অঞ্চলে ফের তাপমাত্রা কমেছে।

তথ্য অনুযায়ী, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও শীতের তীব্রতা কমেছেন নওগাঁয় । সোমবার (২৬ ডিসেম্বর) ভোর ৬টা ও ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

ঘন কুয়াশা না থাকলেও সকালে ঠান্ডা শীর শীর বাতাস ও হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় শীতের তীব্রতা বেশ কিছুটা কমেছে জেলায়।

জানা যায়, গেল কয়েক দিনে তীব্র কুয়াশা আর ঠান্ডার কারণে আসন্ন বোরো মৌসুমে ফসল উৎপাদনে বীজতলা পরিচর্যা করতে গিয়ে বেশ বেগ পেতে হচ্ছে চাষিদের।

তবে আজ কুয়াশা না থাকায় বীজতলা পরিচর্যার কাজে মনযোগী চাষিরা।সোমবার মৃদু শৈত্যপ্রবাহ নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে জীবিকার তাগিদে ঠান্ডার মধ্যেই কাজের সন্ধানে বের হয়েছেন সাধারণ শ্রমিকরা। 

অনেকে আবার গরম কাপড়ের অভাবে সময়মত ঘর থেকে বের হতে পারছেন না।

এতে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণ গরম কাপড়ের দাবি জানিয়েছেন দিন মজুর শ্রমিকরা।

নওগাঁ বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের উচ্চপর্যবেক্ষক হামিদুল হক জানান, আজ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহ না থাকলেও ঠান্ডা বাতাস বইছে। তবে সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় ঠান্ডা কম হতে পারে। এই শীত মৌসুমের মাঝামাঝি সময়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা হতে পারে । আর তাপমাত্রা আরও নিচে নামার সম্ভাবনা দেখা দিয়েছে।

এদিকে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে সদর হাসপাতালে বিভিন্ন বয়সী রোগীরা ভিড় করছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।


ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি শীতকাল হলেও বাস্তবে নভেম্বর থেকেই হালকা শীত অনুভূত হয়। জানুয়ারি মাসে গড় তাপমাত্রা দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে ১১° সেলসিয়াস থেকে শুরু করে উপকূলীয় অঞ্চলে ২০°-২১° সেলসিয়াস পর্যন্ত বজায় থাকে। এ সময় বৃষ্টিপাতের পরিমাণ নগণ্য৷

আমাদের কাগজ/এম টি