সারাদেশ ২৬ ডিসেম্বর, ২০২২ ১০:৪৯

বরিশা‌লে পরিত্যক্ত ব্যাগে মিললো কাটা পা! 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন বাঁধ রোডে পরিত্যক্ত ব্যগের ভেতর থেকে এক ব্যক্তির কাটা পা উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে বিচ্ছিন্ন ওই পা উদ্ধার হয় বলে খবর পাওয়া গেছে। 

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বরিশাল কোতোয়ালী মডেল থানা পু‌লি‌শের উপ-প‌রিদর্শক আরাফাত হাসান ব‌লেন, স্থানীয়রা রা‌তে এক‌টি ব্যাগ দেখ‌তে পায়।  প‌রে সেই ব্যাগের মধ্যে কাটা পা দেখা‌র পর পু‌লি‌শে খবর দেয় তারা। ঘটনাস্থ‌লে গি‌য়ে কাটা পা উদ্ধার করা হ‌য়ে‌ছে।

তিনি বলেন, এই কাটা পা একজন পুরু‌ষের ডান পা। এটি কার বা কীভা‌বে এখা‌নে এলো সে বিষ‌য়ে তদন্ত করা হ‌বে। ঊর্ধ্বতন কর্মকর্তা‌দের সঙ্গে কথা ব‌লে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।  

এদিকে বিষয়টি নি‌শ্চিতের পর পর বরিশালের নগর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। 


আমাদের কাগজ/এম টি