সারাদেশ ২৬ ডিসেম্বর, ২০২২ ০৯:০১

প্রথমে উত্যক্ত অতপর' প্রেম নিবেদন না মানলে কিশোরীকে ধর্ষণ 

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আমাদের কাগজ ডেস্কঃ প্রেমে প্রত্যাখ্যাত করায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তের নাম মো. মাছুম (২৩)। তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। 

রোববার (২৫ ডিসেম্বর) র‌্যাব-১১ এর সহকারী পরিচালক মো. রিজওয়ান সাইদ জিকু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযুক্ত মাছুম উপজেলার উচিৎপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে পশ্চিমধরি বিষনন্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাছুম বছরখানের আগে ভুক্তভোগীকে যাওয়া আসার পথে উত্যক্ত করত। এরপর ভালো লাগার পর্যায়ে ভুক্তভোগীকে প্রেম নিবেদন করে মাসুম। 

স্থানীয় সূত্র জানায়, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে মাছুম চলতি বছরের ৫ অক্টোবর আড়াইহাজারের তিলচন্দ্রী আ. রব মিয়ার পরিত্যক্ত বাড়িতে ভুক্তভোগীকে জোরপূর্বক নিয়ে গিয়ে সেখানে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলার সূত্র ধরে র‌্যাব মাছুমকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়. প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাছুম ধর্ষণের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য তাকে এ মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।

আমাদের কাগজ/এম টি