সারাদেশ ২৫ ডিসেম্বর, ২০২২ ০৭:৩৫

পঞ্চগড়ে বিএনপি-পুলিশ সংঘর্ষ: দেড় হাজার আসামি

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পৃথক ৫টি মামলা হয়েছে।

রোববার বিকেলে পঞ্চগড় সদর থানায় পাঁচ উপ-পরিদর্শক (এসআই) বাদী হয়ে এসব মামলা করেন।

এসব মামলায় ৮১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও দেড়শ থেকে দুই হাজার নেতাকর্মীকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এর আগে শনিবার রাতে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের আট নেতাকর্মীকে আটক করে পুলিশ। পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া জানান, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এদিন সদর থানার এসআই রাশেদুল ইসলাম চৌধুরী বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১১০-১২০ জনের বিরুদ্ধে মামলা করেন। দাঙ্গা সৃষ্টি, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের লাঞ্ছিত করা

একই অভিযোগে এসআই ভাবেশ চন্দ্র রায় বাদী হয়ে ১৬ জনকে এবং ১৫০-২৪৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। অপরদিকে, এসআই সাইদুল রহমান বাদী হয়ে বিস্ফোরক আইনে দেড় শতাধিক-২০০ জনের বিরুদ্ধে মামলা করেন।

এ ছাড়া এসআই আলতাব হোসেন সরকার বাদী হয়ে ১৬ জনকে আসামি করে ১২৫-১৩৫ জনকে অজ্ঞাত আসামি করে এবং এসআই মাসুদ রানা ১৫৫-১৬০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

আমাদেরকাগজ/এইচএম