সারাদেশ ২৫ ডিসেম্বর, ২০২২ ০৯:৫৩

দুধ খাইয়ে ভোট চাইলেন গাভী প্রতীক প্রার্থী, হলও না শেষ রক্ষা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

কাগজ কাগজ ডেস্কঃ  দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং রাজঃ ২৪৫) ত্রি-বার্ষিক নির্বাচনে সহসাধারণ সম্পাদক প্রার্থী মাহাবুর রহমান ড্রাইভার হেরে গেছেন। নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফলে তিনি তৃতীয় হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৫৫৪। এদিকে মাহাবুর ড্রাইভার গাভী প্রতীক নিয়ে পরাজিত হলেও ২৪ ডিসেম্বর শনিবার নির্বাচন কমিশনের কাছে পুনরায় ভোট গণনার জন্য আবেদন করেছেন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দিনাজপুর সদর উপজেলার নোভারা স্কুলে অনুষ্ঠিত হয়েছে এ নির্বাচন।  

জানা যায়, জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ভোটারদের ক্লান্তি দূর করতে ১০ মণ দুধের ব্যবস্থা করেছেন প্রার্থী মাহাবুব রহমান। এসব ভোটার সেই দুধ পান করছেন।  

জেলার বিরামপুর উপজেলা থেকে আসা এক ট্রাক চালক বলেন, নির্বাচনকে ঘিরে অনেক রকম খাবারের আয়োজন করা দেখেছি। কিন্তু দুধ খাওয়ানোর ব্যবস্থা আজকে প্রথম দেখলাম। শীতের দিনে গরম দুধ খেয়ে ভালোই লাগছে। ওনার মার্কা আবার গাভী, তাই গাভীর দুধ খাওয়ানোর মাধ্যমে তার নির্বাচনের প্রচারণাও হচ্ছে। সব মিলিয়ে আমার কাছে বিষয়টি ব্যতিক্রম লেগেছে।

বীরগঞ্জ উপজেলা থেকে আসা এক ট্রাকের হেলপার বলেন, আমরা আজকে নির্বাচনে সদরে আসছি। তারপর অনেক ভিড় দেখতে পেয়ে এখানে আসলে দেখি ভোটারদের দুধ পান করানোর ব্যবস্থা করা হয়েছে। আমিও দুধ পান করেছি এখানে।  

তথ্য অনুযায়ী, সহ-সম্পাদক পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। এদের মধ্যে নির্বাচন কমিশনের দেওয়া ফলাফল অনুযায়ী সহসম্পাদক পদে ৮১৫ ভোট পেয়ে হরিণ প্রতীক নিয়ে মো. জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তলোয়ার প্রতীক নিয়ে খন্দকার নয়ন উদ্দিন পেয়েছেন ৭০১ ভোট। তৃতীয় স্থানে রয়েছেন ১২ মন গাভীর দুধ খাওয়ানো সহসাধারণ সম্পাদক প্রার্থী মাহাবুর রহমান ড্রাইভার। তিনি গাভী প্রতীকে পেয়েছেন ৫৫৪ ভোট।

অপর দুই প্রার্থী সিংহ প্রতীক নিয়ে সহিদুল ইসলাম পেয়েছেন ৫৪৯ এবং প্রজাপতি প্রতীকে আলমগীর হোসেন পেয়েছেন ১১৬ ভোট। নির্বাচনে ৪ হাজার ৭৬৭ ভোটারের মধ্যে ৩ হাজার ৮৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরমধ্যে সহসম্পাদক পদে ২ হাজার ৩৭৫টি ভোট কাস্ট দেখানো হয়েছে। যার মধ্যে ১ হাজার ১০৪ ভোট বাতিল দেখানো হয়েছে।

আমাদের কাগজ/এম টি