সারাদেশ ২৪ ডিসেম্বর, ২০২২ ০২:৪৭

নদীতে ঝাঁপ দেওয়া সেই ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

কাগজ কাগজ ডেস্কঃ স্ত্রীকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেওয়া সেই ব্যাংক কর্মকর্তা সালাউদ্দিন কাদেরের (৩৮) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তিনি উত্তরা ব্যাংক কিশোরগঞ্জ শাখার কর্মকর্তা ছিলেন।

শনিবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টা ১০ মিনিটে দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূরে তার মরদেহ উদ্ধার করা হয়।

গোদাগাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নবীর উদ্দিন গণমাধ্যমকে জানান, ঘটনার পরে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের ডুবরি দল অভিযান পরিচালনা করেছে। অন্ধকার হয়ে যাওয়ায় শুক্রবার সন্ধ্যা ৭টায় অভিযান স্থগিত করা হয়েছিল। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে আবার উদ্ধার অভিযান পরিচালনা করে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদরের বালুগ্রাম গ্রামের পদ্মা ও মহানন্দার মোহনায় বন্ধুদের সঙ্গে পিকনিকে যান তারা। নদীতে গোসলে নেমে ব্যাংক কর্মকর্তার স্ত্রী মাঞ্জুরী তানভিরের (৩২) মৃত্যু হয়েছে। এ ঘটনায় ব্যাংক কর্মকর্তা সালাউদ্দিন কাদের (৩৮) নিখোঁজের ঘটনা ঘটে। 

অতপর' আজ সকালে দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূরে তার মরদেহের সন্ধান মিলে। 

গোদাগাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, মরদেহ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আমাদের কাগজ/এম টি