সারাদেশ ২৪ ডিসেম্বর, ২০২২ ০২:০০

ওয়াজ শুনে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

টাঙ্গাইলে প্রতিনিধি, কাগজ কাগজ ডেস্কঃ মির্জাপুরে ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে আবু বক্কর (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দুল্যা মনসুর নামক স্থানে তার মৃত্যু হয়।

আবু বক্কর দুল্যা মনসুর গ্রামের নান্নু মুন্সির ছেলে।

জানা গেছে, আবু বক্কর শুক্রবার সন্ধ্যায় পাশের পুষ্টকামুরী চরপাড়া গ্রামে নাজিম উদ্দিন পীর সাহেবের বাড়িতে ওয়াজ মাহফিলে আসেন। রাত ১০ টার দিকে তিনি মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় দ্রুতগতির গাড়ির চাপায় তিনি মারা যান। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমাদের কাগজ/এম টি