সারাদেশ ২৪ ডিসেম্বর, ২০২২ ১১:৫৮

হেলিকপ্টারে চড়ে বউ নিয়ে বাড়ি ফিরলেন প্রবাসী যুবক

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ সুইজারল্যান্ড প্রবাসী আবদেল মাহিন। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করবেন তিনি। সেই স্বপ্ন পূরণ করতেই হেলিকপ্টারে বউ নিয়ে বাড়ি ফিরলেন তিনি। নবদম্পতিকে একনজর দেখতে অশ্বদিয়া ও ধনুয়াখলা এলাকায় ভিড় করেন হাজার হাজার উৎসুক জনতা।

শুক্রবার (২৩ ডিসেম্বর) জেলার সদর উপজেলার ধনুয়াখলা গ্রামের ব্যবসায়ী খোরশেদ আলমের মেয়ে জান্নাতুল বাকী তানজিনাকে বউ করেন তিনি। 

মাহিন উপজেলার বরুড়া আড্ডা ইউনিয়নের পশ্চিম অশ্বদিয়া মুন্সী বাড়ির মৃত তাজুল ইসলাম মাস্টারের ছেলে।

স্থানীয়রা জানায়, সুইজারল্যান্ড প্রবাসী আবদেল মাহিন। ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করার। তাই নিজের স্বপ্ন পূরণ করতেই হেলিকপ্টার ভাড়া করেন তিনি। নবদম্পতিকে একনজর দেখতে অশ্বদিয়া ও ধনুয়াখলা এলাকায় হাজার হাজার উৎসুক জনতা ভিড় করেন।

মাহিন জানান, ছোটবেলা থেকে ইচ্ছে ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করার। আজ আমার সে ইচ্ছে পূরণ হয়েছে। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।


আমাদের কাগজ/এম টি