নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার পার্শ্ববর্তী পাহাড়ের ছড়ার খালে শখের বসে মাছ ধরতে গিয়ে কক্সবাজার সরকারি কলেজে পড়ুয়া একজন শিক্ষার্থীসহ ৮ জনকে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।
রবিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে।
অপহরণের প্রায় ২৪ ঘণ্টা পার হলেও সোমবার (১৯ ডিসেম্বর) দুপুর পর্যন্ত কাউকে জীবিত বা মৃত উদ্ধার করা সম্ভব হয়নি।
অপহৃত তরুণরা হলেন- জাহাজপুরা এলাকার রশিদ আহমেদের পুত্র আবছার উদ্দিন (২৪), ছৈয়দ আমিরের পুত্র নুরুল মোস্তাফা, করিম উল্লাহ, নুর মোহাম্মদ, মোহাম্মদ উল্লাহ, সেলিম উল্লাহ, রিদুওয়ান ও নুরুল হক।
অপহৃতদের পরিবার জানায়, অপহরণকারীরা জনপ্রতি ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে, নয়তো প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়ে যাচ্ছেন। এ ঘটনায় পরিবারের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি তদন্ত নাসির উদ্দীন মজুমদার জানান, অপহরণের খবর পেয়ে থানা পুলিশের একটি টিম তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আমাদেরকাগজ/এইচএম




















