সারাদেশ ১৭ ডিসেম্বর, ২০২২ ১২:৫৭

কুষ্টিয়ায় শ্যালকের হাতে দুলাভাই খুন

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় পারিবারিক দ্বন্দ্বের জেরে শ্যালকের বিরুদ্ধে ঘুমন্ত দুলাভাইকে হত্যার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (১৬ই ডিসেম্বর) সকালে শহরের চাউলের বর্ডার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম সিরাজ মোল্লা (৪০)। তিনি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের আড়ুয়াপাড়া এলাকার মৃত কাশেম মোল্লার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, সকালের দিকে বোনের বাড়ীতে বেড়াতে আসেন তার ভাই আলমগীর হোসেন। এরপর বোন পারভিন খাতুন ঘুম থেকে উঠে নাস্তা আনার জন্য বাড়ির বাহিরে যান। বাড়ীতে এসে দেখেন তার স্বামী সিরাজ মোল্লা রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছেন। পরে তাকে স্থানীয়দের সহায়তায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে শিল পাটা দিয়ে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে। এখন পর্যন্ত আলমগীরকে আটক করতে সম্ভব হয়নি।  আলমগীরকে আটকের চেষ্টা চলছে। 

আমাদেরকাগজ/এইচএম