সারাদেশ ১৬ ডিসেম্বর, ২০২২ ০৬:৫২

স্মৃতিস্তম্ভে ফুল দেওয়ার আগেই হামলার শিকার বিএনপি

নিজস্ব প্রতিবেদক : নড়াইলে বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্রলীগের হামলায় বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার, ১৬ ডিসেম্বর সকালে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, মহান বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে জেলা বিএনপির সভাপতি-সম্পাদকের নেতৃত্বে নেতা-কর্মীরা শহীদ স্মৃতিস্তম্ভে যায়। ফুল দেওয়ার আগেই ছাত্রলীগের হামলায় সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জুরুল সাইদ বাবু, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর, যুবদলকর্মী বাসু আহত হয়। এদের মধ্যে পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, ১৬ই ডিসেম্বর শিল্পকলা স্মৃতিশৌধে ফুলের শুভেচ্ছা জানাতে গেলে পুলিশের সামনে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। এতে ৫/৬ জন নেতা-কর্মী আহত হয়। আমাদের ফুলের বেদি ও ব্যানার ভেঙে ফেলা হয়েছে। আমরা এ ঘটনার নিন্দা জানাই।

জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ নাঈম ভূইয়া বলেন, এ ঘটনার সঙ্গে ছাত্রলীগ জড়িত নয়। বরং তাদের অভ্যন্তরীণ কোন্দলে এমনটা ঘটতে পারে। যা আমাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। 
নড়াইল সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নেওয়া হবে ।

আমাদেরকাগজ/ এইচকে