সারাদেশ ১৩ ডিসেম্বর, ২০২২ ০৯:৩৮

১০ ঘণ্টা পর উদ্ধার, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ-দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল শুরু  

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রাজাবা‌ড়ী রেলক্রসিংয়ে লাইনচ্যুত মালবাহী ট্রেন সাড়ে ১০ ঘণ্টা পর উদ্ধার হয়েছে বলে খবর মিলেছে। এতে বলা হয় ইতোমধ্যে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দ‌ক্ষিণাঞ্চ‌লের ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে ঢাকা রেলওয়ে বিভাগের বিভাগীয় প্রকৌশলী জহিরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে সোমবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দি‌কে ওই রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

প্রসঙ্গত,  এর আগে স্টেশনের মাস্টার রেজাউল ক‌রিম জানিয়েছিলেন, লাইনচ্যুত মালবা‌হী ট্রেনটি এখনও উদ্ধার হয়‌নি। উদ্ধার কার্যক্রম চল‌ছে। ট্রেনের ক‌য়েক‌টি ব‌গি টাঙ্গাইলের ঘা‌রিন্দা স্টেশনে এবং বাকি ব‌গিগু‌লো বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশনে নি‌য়ে তারপর ক্ষতিগ্রস্ত ব‌গির কাজ করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হ‌বে। সূত্রে জানা গিয়েছিল,ট্রেনটি উদ্ধার না হওয়ায় মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা দ্রুতযান এক্স‌প্রেস টাঙ্গাইল স্টেশনে, পঞ্চগড় এক্স‌প্রেস ম‌হেড়া স্টেশনে, বেনা‌পোল এক্স‌প্রেস ঢাকায় অবস্থান কর‌ছে ও লালম‌নি এক্স‌প্রেস টঙ্গী স্টেশনসহ রাতের ট্রেনগু‌লো আটকা পড়েছে। 

 

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা একটি মালবাহী ট্রেন ঢাকার দি‌কে যাওয়ার সময় কা‌লিহাতী উপজেলার রাজাবা‌ড়ি রেলক্রসিং পার হওয়ার সময় সোমবার সাড়ে ১০টায় ট্রেনটির ১১ নম্বর ব‌গি লাইনচ‌্যুত হয়। এ সময় বন্ধ হয়ে যায় ওই রেললাইনের ট্রেন চলাচল। খবর পেয়ে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে মঙ্গলবার সকাল ৯টার দিকে ট্রেনটি উদ্ধার করা হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এ বিষয়ে বিভাগীয় প্রকৌশলী জহিরুল হক জানান, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উদ্ধারকারী ট্রেন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে। পরে সকাল ৯টার দিকে উদ্ধার কাজ শেষ হয়। একই সঙ্গে এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 

এর আগে বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল‌ওয়ে স্টেশনের মাস্টার রেজাউল ক‌রিম বরাত দিয়ে জানিয়েছিলেন, লাইনচ্যুত মালবা‌হী ট্রেনটি এখনও উদ্ধার হয়‌নি। উদ্ধার কার্যক্রম চল‌ছে। ট্রেনের ক‌য়েক‌টি ব‌গি টাঙ্গাইলের ঘা‌রিন্দা স্টেশনে এবং বাকি ব‌গিগু‌লো বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশনে নি‌য়ে তারপর ক্ষতিগ্রস্ত ব‌গির কাজ করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হ‌বে। জানা যায়,ট্রেনটি উদ্ধার না হওয়ায় মঙ্গলবার(১২ ডিসেম্বর) সকাল পর্যন্ত ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা দ্রুতযান এক্স‌প্রেস টাঙ্গাইল স্টেশনে, পঞ্চগড় এক্স‌প্রেস ম‌হেড়া স্টেশনে, বেনা‌পোল এক্স‌প্রেস ঢাকায় অবস্থান কর‌ছে ও লালম‌নি এক্স‌প্রেস টঙ্গী স্টেশনসহ রাতের ট্রেনগু‌লো আটকা পড়েছে। 

আমাদের কাগজ/এম টি