সারাদেশ ৮ ডিসেম্বর, ২০২২ ০৯:৩৩

ঢাকায় ঢুকতে তল্লাশি, গাবতলীতে চেকপোস্ট

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ সারা দেশে গত ১ ডিসেম্বর থেকে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। যা চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। এছাড়া আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এসবের মধ্যেই রাজধানীর গাবতলী এলাকায় চেকপোস্ট বসিয়ে ঢাকামুখী দূরপাল্লার যানবাহনগুলোতে তল্লাশি চালানো হচ্ছে।

সরোজমিনে গিয়ে দেখা যায়,বিপুল সংখ্যক পুলিশ সদস্য চেকপোস্টে তাদের তল্লাশি কার্যক্রম চালাচ্ছে।বাদ যাচ্ছে এ্যাম্বুলেন্সও।

 

তাছাড়া বিএনপির পক্ষে থেকে অভিযোগ করে বলা হচ্ছে, পুলিশ অভিযানের পাশাপাশি চেকপোস্ট বসিয়ে আসন্ন গণসমাবেশেকে কেন্দ্র করে তাদের দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। 

স্থানীয় সূত্রগুলো বলছে, গ্রেপ্তার এড়াতে ঢাকা মহানগর ও আশপাশের জেলা–উপজেলার বিএনপি এবং এর অঙ্গ–সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অনেকে বাড়িতে থাকছেন না। ঢাকা মহানগর বিএনপির এমন পাঁচজন নেতার সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়। তাঁদের অভিযোগ, তাঁদের খোঁজে পুলিশ বাসায় যাচ্ছে। তাঁদের পরিবারের সদস্যদের ভয় দেখাচ্ছে। এছাড়া সরেজমিনে দেখা যায়, আমিনবাজার ব্রিজ পার হয়ে ঢাকার প্রবেশ মুখে গাবতলী এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। চেকপোস্টে বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল থামিয়ে চালক ও যাত্রীদের নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ সদস্যরা। যাত্রীদের কাছে ঢাকায় আসার কারণ জানতে চাওয়া হচ্ছে।এদিকে পুলিশের কাছে যাদের সন্দেহজনক মনে হচ্ছে তাদের আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে বিএনপি বার বার অভিযোগ করে বলছেন, চেকপোস্ট বসিয়ে তাদের দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। অযথা হয়রানি করছেন পুলিশ।  

সরেজমিনে দেখা যায়, আমিনবাজার ব্রিজ পার হয়ে ঢাকার প্রবেশ মুখে গাবতলী এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। চেকপোস্টে বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল থামিয়ে চালক ও যাত্রীদের নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ সদস্যরা। যাত্রীদের কাছে ঢাকায় আসার কারণ জানতে চাওয়া হচ্ছে।

তবে গাবতলীতে পরিচালিত চেকপোস্টটি বিশেষ কোনো উদ্দেশ্য পরিচালিত হচ্ছে না বলে জানায় পুলিশ। তারা বলছে, এটি একটি রুটিন চেকপোস্ট যা সারা বছর কার্যকর থাকে।এ বিষয়ে ডিএমপির দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, গাবতলী এলাকার চেকপোস্ট অনেক আগে থেকেই। রুটিন ওয়ার্ক হিসেবে চেকপোস্ট বসানো হয়েছে। চেকপোস্টে ঢাকায় আসা গাড়িকে অনেক সময় তল্লাশি করা হয়ে থাকে। তবে বিএনপির সমাবেশ সামনে রেখে চেকপোস্টে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়া পুলিশের দাবি, যাঁদের গ্রেপ্তার করা হচ্ছে, তাঁরা নাশকতা, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত।

উল্লেখ্য,পুলিশের কাছে যাদের সন্দেহজনক মনে হচ্ছে তাদের আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং থেকে সিলেট শহরগামী একটি বাসের মধ্যে তল্লাশি চালিয়ে ১০৫ রাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ।

আমাদের কাগজ/এম টি