ডেস্ক রিপোর্ট ।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষা ছাড়াই ৩৪ জন শিক্ষার্থীর ভর্তির প্রতিবাদে ৩টি ছাত্র সংগঠনের সদস্যরা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বাণিজ্য অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শিবলি রুবাইয়াতুল ইসলামের কার্যালয় ঘেরাও করেন। একপর্যায়ে ছাত্রলীগের সদস্যরা বাধা দিতে এলে হাতাহাতির ঘটনা ঘটে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে। ফলে উত্তেজনার সৃষ্টি হয় ক্যাম্পাস জুড়ে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ৩টি ছাত্র সংগঠন প্রগতিশীল ছাত্র জোট, ছাত্র ইউনিয়ন ও সতন্ত্র ছাত্র জোটের সদস্য ও নেতৃবৃন্দরা পরীক্ষা ছাড়া ভর্তির বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। এক পর্যায়ে তারা বাণিজ্য অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শিবলি রুবাইয়াতুল ইসলামের কার্যালয় ঘেরাও করেন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্যরা বাধা দেয়ার চেষ্টা করলে তাদের সাথে হাতা-হাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রলীগ ও সাধারণ ছাত্রদের মধ্যে বেশ কয়েকজন আহত হন।
এ বিষয়ে ছাত্র ইউনিয়নের ঢাবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাগীব নাঈম এবং ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার সভাপতি আবু রায়হান খান বলেন, ভর্তি জালিয়াতির প্রতিবাদ এবং ডিন অধ্যাপক ড. শিবলি রুবাইয়াতুল ইসলামের পদত্যাগের দাবিতে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বাণিজ্য শিক্ষা অনুষদের ডিনের কার্যালয় ঘেরাও করতে যান বাম ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে সেখানে অবস্থান নেয় ছাত্রলীগের কর্মীরা। দু’পক্ষ এক জায়গায় জড়ো হলে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে গড়ায়। এ সময় সেখান থেকে টিএসসির দিকে চলে যান বাম সংগঠনগুলোর নেতাকর্মীরা।
এরপর সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শিক্ষার্থীরা ডিনের কার্যালয় ঘেরাও কর্মসূচির নিন্দা জানান এবং ডিনের কাছে স্মারকলিপি দিতে যান।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাণিজ্য অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শিবলি রুবাইয়াতুল ইসলামের কার্যালয় ঘেরাও করে তাকে এখনো অবরুদ্ধ করে রেখেছে ছাত্র সংগঠনের সদস্যরা। এছাড়াও, বাম সংগঠনগুলোর নেতাকর্মীরা তাদের ওপর হামলার প্রতিবাদে প্রক্টরের অফিসও ঘেরাও করে রেখেছেন।
ভিডিও :





















