সারাদেশ ৭ ডিসেম্বর, ২০২২ ১১:০৪

আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ পাঁচ বছর পর বুধবার (৭ ডিসেম্বর) কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে প্রধানমন্ত্রী ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনসহ চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। জেলার শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি।

বুধবার (৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রী মেরিনড্রাইভের উখিয়ার ইনানীতে আন্তর্জাতিক নৌ মহড়া পরিদর্শন করবেন। পরে সৈকতের লাবণী পয়েন্টের শহীদ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য দলীয় জনসভায় ভাষণ দেবেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর এ সফর উপলক্ষ্যে পর্যটন নগরী কক্সবাজারে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এ আয়োজনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা-কর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনগণ উৎফুল্লিত। উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগ প্রধানকে স্বাগত জানাতে গোটা শহরটিকে রঙিন সাজে সজ্জিত করা হয়েছে।

এবারের জনসভায় প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজার সিটি করপোরেশন, পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজকে হাসপাতালে রূপান্তর, মহেশখালী-কক্সবাজার সংযোগ সেতুসহ বেশ কয়েকটি দাবি তুলে ধরা হবে। মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল কক্সবাজারবাসী। তবে এখন সেই রোহিঙ্গারা বিষফোড়ায় পরিণত হওয়ায় এই সমস্যার স্থায়ী সমাধানেরও দাবি জানানো হবে প্রধানমন্ত্রীর কাছে। 

জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘কক্সবাজারের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাদা নজর রয়েছে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের মধ্যে তিনটিই কক্সবাজারে। গত ১৪ বছরে পর্যটনের উন্নয়নের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও কক্সবাজার বিশ্বের কাছে পরিচিতি পাচ্ছে।’ 

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, ‘আমাদের চাওয়ার চেয়ে আরও বেশি উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী। এখানে যত মেগা প্রকল্প আছে, তা দেশের কোথাও নেই। এবারের জনসভায়ও তিনি আমাদের জন্য আরও নতুন কিছু উপহার দেবেন—এই প্রত্যাশা রয়েছে জেলাবাসীর।’

দ্বাদশ জাতীয় নির্বাচনে বাকি এক বছরের বেশি। গত মাসে যশোরের জনসভা করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সর্বশেষ ৪ ডিসেম্বর চট্টগ্রামে জনসভা করেন দলের সভাপতি শেখ হাসিনা।

 

আমাদের কাগজ//টিএ