সারাদেশ ২ ডিসেম্বর, ২০২২ ০৮:৪৩

রাজধানীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্কঃ রাজধানীর মতিঝিল এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহতের খবর পাওয়া গেছে।  নিহতের নাম প্রতাপ রেমা (৫৫)। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে ওয়ালটন মোড়ে এই সড়ক দূর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। 


নিহত প্রতাপ রেমার ছেলে নিউটন নকরেক জানান, তাদের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার তারানগরের কেন্দুয়া বাজারে। তারা বর্তমানে সূত্রাপুর কলতাবাজার এলাকায় ভাড়া  থাকেন। তার বাবা তেজগাঁওয়ে আদিবাসীদের একটি এনজিওতে চাকরি করতেন।

তিনি জানান, কাজ শেষে বাসায় ফেরার কথা ছিল বাবার। কিন্তু পুলিশের মাধ্যমে জানতে পারি বাবা মতিঝিলে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। পরে ঢামেক হাসপাতালে এসে বাবার মরদেহ দেখতে পাই।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াকুব আলী জানান, রাত সাড়ে ১১টার দিকে  মতিঝিল ওয়ালটন মোড়ে ট্রাকচাপায় ওই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে মারা যান। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, দুর্ঘটনার পরপরই মোটরসাইকেলকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যাচ্ছিলো। পরে তেজগাঁও থানা পুলিশ ট্রাকটি জব্দ করে। তবে ট্রাকচালক পালিয়েছেন।  

আমাদের কাগজ/এম টি