সারাদেশ ২৯ নভেম্বর, ২০২২ ০১:২২

স্ত্রীর এলোপাথাড়ি কোপে স্বামী নিহত 

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্কঃ বরিশালে পারিবারিক কলহের জেরে স্বামী শেখ ইকবাল কবির (৬০) হত্যার অভিযোগের খবর পাওয়া গেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক স্ত্রীকে আটক করেছে বরিশাল মে‌ট্রোপ‌লিটনের কাউনিয়া থানা পুলিশ। সোমবার (২৮ নভেম্বর) রাতে বরিশাল নগরের পলাশপুর এলাকার এ ঘটনা ঘটে। 


নিহত শেখ ইকবাল কবির (৬০) এলাকার দলিল উদ্দিন স্কুল সংলগ্ন মৃত শেখ দেলোয়ার হোসেনের ছেলে।

স্বজনরা জানান, সোমবার রাত ১০ টার দিকে ইকবাল বাসার ছাদে বসে ছিল। এ সময় পেছন থেকে তাকে এলোপাথাড়ি কোপ দেয় স্ত্রী জাফরিন আরা পপি। তখন ইকবালের চিৎকার শুনে তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যায় স্বজনরা।

এরপর হাসপাতালে কর্তব্যরত ডাক্তাররা গুরুতর আহত ইকবালকে ঢাকায় নেয়ার পরামর্শ দেয়। ইকবালকে নিয়ে ঢাকায় যাওয়ার সময় পথিমধ্যে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করবেন ইকবালের ভাতিজা সোহাগ। নিহত ইকবাল দুই কন্যা সন্তানের জনক ছিলেন।

কাউনিয়া থানার উপপ‌রিদর্শক এনামুল জানান, গত রাতে পলাশপুর এলাকায় স্বামীকে কুপিয়েছে স্ত্রী। এমন সংবাদের খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে স্ত্রী জাফরিন আরা পপিকে আটক করেছি।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

আমাদের কাগজ/এম টি