সারাদেশ ২৬ নভেম্বর, ২০২২ ০৮:৪২

কুকুর বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্কঃ চাঁদপুরের মতলব উত্তরে ব্যাটারিচালিত অটোরিকশার ও মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

নিহতরা হলেন, উপজেলার দক্ষিণ টরকী গ্রামের রুস্তম আলীর ছেলে মোহাম্মদ হোসেন (২২) ও একই গ্রামের মহসিন মিয়ার ছেলে সালাউদ্দিন (২১)। শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভাটি রসুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়,মোটরসাইকেলটি সাহেব বাজার থেকে টরকী গ্রামের দিকে যাচ্ছিল। মতলব-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাটি রসুলপুর এলাকায় পৌঁছালে একটি কুকুর মোটরসাইকেলটির সামনে এসে পড়ে। কুকুরকে বাঁচাতে গিয়ে অপরদিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে মোটরসাইকেলটির। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন বলে জানান তারা।

মতলব উত্তর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান , দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। নিহতদের পরিবারের সদস্যরা কোনো অভিযোগ করেনি।

আমাদের কাগজ/ এম টি