সারাদেশ ২০ নভেম্বর, ২০২২ ১১:৫৬

মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন ব্রাজিল সমর্থকরা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ ফুটবলের শেষ মুহুর্তকে ঘিরে বরিশলের ভক্তরা তাদের পছন্দের দল ব্রাজিলকে নিয়ে শরু হয় নানান উন্মাদনা। কেউ পতাকার রঙে করে বাড়ির রঙ, কেউ এলাকাজুড়ে পতাকা টানায়, আবার কেউ দলকে ভালোবেসে মটরসাইকেল শোভাযাত্রা করেন। 

শনিবার (১৯ নভেম্বর) বিকেলে বরিশাল নগরীতে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন ব্রাজিল সমর্থকরা। ব্রাজিল দলের সমর্থনে স্লোগান দেয়াসহ বিশ্বকাপের থিম সং ও ভেপু বাজিয়ে শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও বঙ্গবন্ধু উদ্যানে এসে শেষ হয়।

এভাবেই ফুটবলপ্রেমীরা নানাভাবে প্রকাশ করছেন প্রিয় দলের প্রতি তাদের ভালোবাসা। প্রিয় দলকে শুভকামনা জানাতে শোভাযাত্রা করছেন ভক্তরা।

শোভাযাত্রায় সমর্থকেরা ব্রাজিল দলের হলুদ ও নীল জার্সি পরে অংশ নেন। শোভাযাত্রায় বিভিন্ন বয়সী ও নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

ব্রাজিল সমর্থক মারুফ হোসেন বলেন, বিশ্বকাপ উন্মাদনাকে কাজে লাগিয়ে তরুণ সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করতেই এই আয়োজন।

মাহামুদুল হাসান চিশ‌তি নামে আরেকজন জানান, ব্রাজিল সাপোর্টার্স অব বরিশাল নামে একটি ফেসবুক গ্রুপের আয়োজনে ওই শোভাযাত্রা ও সমর্থকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, আমরা সবাই প্রত্যাশা করছি এবারের বিশ্বকাপও ব্রাজিল জিতবে।

আমাদের কাগজ/ইআ