সারাদেশ ১৯ নভেম্বর, ২০২২ ০২:২১

রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ৫

নিজস্ব প্রতিবেদক: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন পাঁচ জন।  নিহতের নাম আজগর আলী (৫৫)। আহতরা হলেন—চাঁন মিয়া, বাচ্চু মিয়া, শাহীন মিয়া এবং অজ্ঞাত আরও দুই জন। শনিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, প্রায় পাঁচ মাস আগে গজারিয়াকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য শাহ আলমের লোকজন বর্তমান ইউপি সদস্য খালেকের সমর্থকদের গ্রামছাড়া করেন। পাঁচ মাস পর আজ সকালে খালেক গ্রুপ গ্রামে ফেরার চেষ্টা করেন। এ সময় দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়। টেঁটাবিদ্ধ হয়ে খালেক গ্রুপের একজন মারা গেছেন। টেঁটাবিদ্ধ হয়েছেন উভয় গ্রুপের আরও পাঁচ জন। আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং কিশোরগঞ্জের ভৈরবের একাধিক ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

নরসিংদীর রায়পুরা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

 
আমাদের কাগজ/ইআ