সারাদেশ ১৭ নভেম্বর, ২০২২ ০১:৪৩

সিঁড়ি থেকে পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্কঃ কুষ্টিয়ার মিরপুরে সিঁড়ি থেকে পড়ে এক স্কুলশিক্ষকের মৃত্যু ঘটনা হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। 

নিহত শিক্ষক রবিউল ইসলাম উপজেলার ছাতিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। 

এ নিহতের পরিবারের সদস্য জানান, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে তিনি সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 


আমাদের কাগজ/ এম টি