সারাদেশ ১৪ নভেম্বর, ২০২২ ০৬:৩৮

সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষ: যা বললেন নাহিদ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় নুরুল ইসলাম নাহিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, সভায় যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের আওয়ামী লীগে স্থান হবে না। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।

সোমবার (১৪ নভেম্বর) বিকেলে সম্মেলন মঞ্চে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।

নুরুল ইসলাম নাহিদ বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশের উন্নয়ন হয়নি। তারা দেশের টাকা বিদেশে পাচার করেছে। এখন আওয়ামী লীগের উন্নয়ন বিএনপির সহ্য হচ্ছে না। তাই তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘ আট বছর পর দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শুরু হতে যাচ্ছে দুপুর ২টায়। সম্মেলন ঘিরে সকাল থেকেই মিছিল নিয়ে বিএডিসি মাঠে উপস্থিত হতে থাকেন নেতাকর্মীরা। দুপুর সোয়া ২টায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

মঞ্চে ওঠার ৫ মিনিট পর দিরাই পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেনের নেতৃত্বে একদল বিক্ষোভ মিছিল নিয়ে মঞ্চে ওঠার চেষ্টা করে। উঠতে না পেরে মঞ্চের দিকে ইট ছুড়তে থাকে। পরে আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেনের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের বর্তমান সভাপতি সুহেল আহমেদের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন ২০ জন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘণ্টাখানেক পর আবার সম্মেলন শুরু হয়।


আমাদরেকাগজ/এইচএম