সারাদেশ ১৫ সেপ্টেম্বর, ২০১৯ ০৭:০৫

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের রাস্তা অবরোধ

ডেস্ক রিপোর্ট।। 

বকেয়া বেতন পরিশোধের দাবিতে জারা ফ্যাশন নামে একটি গার্মেন্টসের শ্রমিকরা রাজধানীর মিরপুর-১ নম্বরে রাস্তা অবরোধ কর্মসূচি পালন করছেন ।

এতে মিরপুর-১ নম্বর আশপাশের এলাকায় যানচলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে গার্মেন্টস শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছে বলে নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ডিউটি অফিসার আতাউর রহমান।

এ বিষয়ে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দাদন ফকির জানান, 'সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে জারা ফ্যাশনের হাজারখানেক শ্রমিক রাস্তা অবরোধ করে রেখেছে। আমরা মালিক পক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।'

তবে রাস্তা অবরোধের কারণে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।