সারাদেশ ১০ নভেম্বর, ২০২২ ০২:২০

অবিশ্বাস্য দামে বিক্রি সেই জোড়া ‘কালা পোপা’ মাছ

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের সেন্ট মার্টিনে আব্দুল গণি নামে এক জেলের ভাগ্যে মিললো জোড়া ‘কালা পোপা’ মাছ। মাছ দুটির মধ্যে একটির ওজন ২৪ কেজি ৯০০ গ্রাম ও আরেকটির ওজন ৩০ কেজি ৩০০ গ্রাম।  যার বাজার মুল্য উঠেছে সাড়ে আট লাখ টাকা। 

আব্দুল গণি বলেন, মাছ দুটি প্রথমে ৬০ লাখ টাকা দাম চাই। কিন্তু এতো টাকায় মাছ দুটি কেনার ক্রেতা না পেয়ে সাড়ে ৮ লাখ টাকায় বিক্রি করি। যা দাম পেয়েছি তাতে আমি সন্তুষ্ট। 

গত মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে কক্সবাজারের আড়তে এক ব্যবসায়ীর কাছে মাছ দুইটি বিক্রি করেন আব্দুল গণি।

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, কালা পোপা মাছ দুটি সাড়ে আট লাখ টাকায় বিক্রি হয়েছে। মূলত কালা পোপা মাছে পটকা বা বায়ুথলি (এয়ার ব্লাডার) দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা হয়। এ জন্যই পোপা মাছের এমন আকাশচুম্বী দাম।

এর আগে মঙ্গলবার ভোরে আব্দুল গণির জালে মাছ দুটি ধরা পড়ে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে মাছ দুটি ট্রলারে করে টেকনাফে নিয়ে আসা হয়। 

উল্লেখ্য, মাছটির বৈজ্ঞানিক নাম মিকটেরোপারকা বোনাসি (Mycteroperca bonaci) পোপা মাছের বায়ুথলি বেশ মূল্যবান বলে এই মাছের দাম অনেক বেশি।


আমাদের কাগজ/ ইআ