সারাদেশ ৪ নভেম্বর, ২০২২ ০৯:৪৯

বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজুরের ভিডিও ভাইরাল

বগুড়া প্রতিনিধি: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমানের ইয়াবা সেবনের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

এতে দেখা যায়, দুজন মিলে ইয়াবা সেবন করছেন মাফুজুর রহমান। প্রায় ১ মিনিটের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলায় রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের একাধিক নেতা বলেছেন, মাহফুজুর জেলা ছাত্রলীগ কমিটির সভাপতি হতে দৌড়ঝাপ শুরু করেছেন। তবে তার এমন কাণ্ড দেখার পর কেউ মাদকাসক্ত ব্যক্তিকে সভাপতি হিসেবে মেনে নিতে পারবে  না।

তবে, এ ঘটনায় জেলা আওয়ামী লীগের নেতারা মাহফুজুর রহমানের ডোপ টেস্ট করেছে উল্লেখ করে তিনি বলেন, তারা মাদকাসক্তের কোন প্রমাণ পাননি। কোনো স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করছে।

এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও গ্রহণ করেছেন বলে দাবি করেন মাহফুজ বলেন,ভিডিওটি ষড়যন্ত্র করে ছড়ানো হয়েছে। এটি এডিট করা। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এটি ছড়ানো হয়েছে। আমি এমন নই।

আমাদের কাগজ/ইদি