কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত হয়েছেন।
নিহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের মাথপুর গ্রামের শাজাহান আলী (৬৫) ও তার ছেলে শামিম আহমেদ (২৮)।
শুক্রবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুরের বিত্তিপাড়ার লালন ফিলিং ষ্টেশনের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি ইদ্রিস আলী।
তিনি বলেন, ‘রাস্তার ওপরে একটি দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও দুটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বড় কোনও যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী বাবা-ছেলে দুইজন মারা গেছেন।’
আমাদেরকাগজ/এইচএম





















