মাদারীপুর প্রতিনিধি: পদ্মানদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় মাদারীপুর জেলার শিবচর এলাকায় মৎস্য কর্মকর্তা ও পুলিশের উপর হামলা চালিয়েছে জেলেরা। এতে শিবচর উপজেলার মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিমসহ নৌপুলিশের দুই সদস্য ও স্পিডবোট চালক আহত হয়।
শনিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন পদ্মানদীতে মৎস্য কর্মকর্তা ও পুলিশের উপর এই হামলার ঘটনা ঘটে।
হামলার পর যৌথ অভিযান চালিয়ে এক জেলেকে আটক করা সহ ১০ লক্ষাধিক মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
জানা গেছে, নৌপুলিশের টিম নিয়ে মৎস্য অভিযানে যায় উপজেলা কর্মকর্তা। কাঁঠালবাড়ী গোল চত্বর সংলগ্ন পদ্মানদীতে অভিযানে নামলে চারপাশ থেকে জেলেরা ঘিরে ধরে অভিযানের টিমকে। এ সময় ইটপাটকেল নিক্ষেপসহ ধাওয়া করে অসাধু জেলেরা। জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম, দুই পুলিশ সদস্য, স্পিডবোটের চালক আহত হন। এসময় স্পিডবোটেও ভাঙচুর চালায় জেলেরা। পরে খবর দেয়া হলে নৌপুলিশ, কোস্টকার্ড, র্যাব এর যৌথ অভিযান শুরু হয়। এ সময় ঘটনাস্থল থেকে মালেক মোল্লা (৫৫) নামের এক জেলেকে আটক করে পুলিশ। জব্দ করে দশ লক্ষাধিক মিটার কারেন্ট জাল। দুপুর পর্যন্ত চলে এ অভিযান।
চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জাহানুর আলী বলেন, 'সকালে মৎস্য কর্মকর্তা টিম নিয়ে অভিযানে গেলে জেলেরা তাদের ঘিরে ধরে হামলা চালায়। খবর পেয়ে নদীতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। কাঁঠালবাড়ী সংলগ্ন নদীতে দশ লাখ মিটারের বেশি জাল উদ্ধার করা হয়।'
শিবচর মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, 'সকালে অভিযানে গেলে আমাদের উপর হামলা চালায় জেলেরা। জেলেরা ইটপাটকেল নিক্ষেপ করে। আমি সহ মোট চারজন আহত হয়েছি। প্রাথমিক চিকিৎসা নেয়া হয়েছে। এরপর হামলার স্থান ও আশেপাশে ফের অভিযান পরিচালনা করা হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) রিয়াজুল আলম এর নেতৃত্বে র্যাব, কোস্টগার্ড, পুলিশ অভিযানে অংশ নেয়। ঘটনাস্থল থেকে একজনকে আটক করাসহ বিপুল পরিমান নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে পুড়িয়ে ধ্বংস করা হয় জাল। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।'
আমাদের কাগজ/ইদি




















