চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলায় সাপের ছোবলে প্রাণ হারিয়েছেন ৯ মাসের অন্তঃসত্ত্বা আয়শা বেগম নামে এক নারি। তিনি ঘনিয়া গ্রামের কাঞ্চনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে স্বামীসহ ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আয়শা বেগম ঘরে ঘুমিয়েছিলাম। আছর নামাজের সময় তার ঘুম ভাঙলে বিছানা থেকে নামলে খাটের নিচে লুকিয়ে থাকা বিষধর সাপের শরীরে পা পড়লে তাকে ছোবল দেয়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসকের চাঁদপুর সরকারি জেনারেলের হাসপাতালে নিয়ে যেতে বলে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মিজানুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
ডা. মিজানুর রহমান জানান, সাপের ছোবলে ৯ মাসের অন্তঃসত্ত্বা নারীও পেটের বাচ্চাটিও মারা গেছে। রাতেই আয়শা বেগমের মরদেহ ঘনিয়া গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
আমাদের কাগজ/ইদি




















