সারাদেশ ১৪ অক্টোবর, ২০২২ ০১:০১

রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

ছবি:সংগ্রহীত

ছবি:সংগ্রহীত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী অনিকে গ্রেফতার করেছে বোয়ালিয়া থানা পুলিশ। সিরোইল বাসস্ট্যান্ড এলাকা তাকে আটক করে পুলিশ । 

অনিক ইসলাম সিরোইলের সাইফুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে দখলবাজি, চুরি ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। বুধবার রাতে বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি দল বাসটার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করেন বলে জানিয়েছেন ওসি মাজহারুল ইসলাম। 

অভিযোগ রয়েছে, রেলের বেশ কয়েকটি বাসাও তিনি দখলে রেখে ভাড়া আদায় করে আসছেন। অনিক রেলভবনে টেন্ডারবাজির কারণে বিভিন্ন সময় সংঘর্ষের ঘটনা ঘটে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানায়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

স্থানীয়রা জানায়, একজন চিহ্নিত সন্ত্রাসী হলেও রাসিকের দুই ওয়ার্ড কাউন্সিলরের প্রশ্রয়ে ত্রাস সৃষ্টি করে আসছেন সিরোইল রেলস্টেশন, রেলভবনসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে। 


আমাদের কাগজ//টিএ