সারাদেশ ১৩ অক্টোবর, ২০২২ ০৯:৪১

বট-বিরিয়ানি খাইয়ে শিশুকে ধর্ষণ করে হত্যা

নিজস্ব প্রতিবেদক: প্রথমে বট-বিরিয়ানি খাওয়ানোর লোভ দেখানো হয় সাত বছর বয়সী এক পথশিশুকে। খাওয়ানো হয় অবশ্য। এরপরে পরিত্যক্ত ভবনে নিয়ে যায়  শিশুকে। জোরপূর্বক ধর্ষণ করে এরপর গলায় গামছা পেঁচিয়ে নির্মমভাবে হত্যা করা হয় তাকে। এমন ঘটনায় চট্টগ্রামে বন্দর থানা এলাকা থেকে মিন্টু নামে এক রিকশাচালকে  গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার(১৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে এমন তথ্য জানিয়েছে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান। 

বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ডবলমুরিং থানার বেপারীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ১৮ সেপ্টেম্বর পোর্ট কলোনি এলাকার পরিত্যক্ত একটি ভবন থেকে সুরমা নামে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

আটক মিন্টু নোয়াখালীর সেনবাগ পৌরসভার আজম আলীর ছেলে। 

তিনি বলেন, গত ১৮ সেপ্টেম্বর বন্দর থানার পোর্ট কলোনির একটি পরিত্যক্ত ভবন থেকে শিশু সুরমার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে খুনি শনাক্ত করা হয়। বুধবার রাতে মিন্টু ডবলমুরিং থানার বেপারী পাড়ায় ছিল। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি বলেন, ‘পরে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মিন্টুর সম্পৃক্ততা পাই।’ 

ঘটনার বিষয়ে ওসি বলেন, মিন্টু গত ১৭ সেপ্টেম্বর রাত সোয়া ৯টায় হালিশহর এলাকার একটি সুপারশপের পাশ থেকে শিশু সুরমাকে রিকশায় তোলে। বড়পুলে বট-বিরিয়ানি খাওয়ায় মিন্টু তাকে। এরপর পোর্ট কলোনিসংলগ্ন ৮ নম্বর সড়কের মুখে পরিত্যক্ত ভবনে নিয়ে সুরমাকে ধর্ষণ শেষে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে বলে পুলিশের কাছে স্বীকার করেছে মিন্টু।

জবানবন্দি নেওয়ার জন্য তাকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

আমাদের কাগজ//জেডআই