সারাদেশ ৪ অক্টোবর, ২০২২ ০২:৫৭

কক্সবাজারের দুর্বৃত্তদের গুলিতে প্রাণ গেল রোহিঙ্গা শিশুর

নিজস্ব প্রতিবেদক

দুর্বৃত্তদের  গুলিতে তাসফিয়া নামে (০৮) এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে। মঙ্গলবার (০৪ অক্টোবর) ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উখিয়ার বালুখালী ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পের আশপাশে এবং দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল ইসলামিয়া মাদরাসায় এলোপাতাড়ি গুলি চালায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী। শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আমাদের কগজ// টিএ