ডেস্ক রিপোর্ট
সাতক্ষীরায় মাদরাসাছাত্রীকে ধর্ষণে অভিযোগে একরামুল ইসলাম (২০) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৫ মার্চ) সকালে ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, রোববার (১৪ মার্চ) রাত দশটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে ঘুমিয়ে পড়ে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী। রাতে প্রতিবেশী কামরুল ইসলামের ছেলে একরামুল ইসলাম (২০) ওই মাদরাসাছাত্রীর ঘরে ঢুকে তাকে জোরপূর্বক বাড়ির ছাদে নিয়ে ধর্ষণ করে একরামুল।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত একরামুল ইসলামকে গ্রেফতারের অভিযান চলছে।’




















