সারাদেশ ১৫ মার্চ, ২০২১ ০৩:৩৭

কোম্পানীগঞ্জে অস্থিতিশীলতার জন্য দায়ী ওবায়দুল কাদেরের স্ত্রী : কাদের মির্জা

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আজকে কোম্পানীগঞ্জে অস্থিতিশীলতার জন্য দায়ী ওবায়দুল কাদের সাহেবের সহধর্মিনী ওবায়দুল কাদের সাহেবের ওপর প্রভাব খাটিয়ে তিনি এই কাজগুলো করছেন

আজ রবিবার বিকেল সাড়ে ৪টার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এসব কথা বলেন তিনি এসময় ফেনীর অপরাজনীতির হোতা নিজাম হাজারী আর নোয়াখালীর অপরাজনীতির হোতা একরাম চৌধুরী বলে মন্তব্য করেন কাদের মির্জা

আলাউদ্দিন হত্যার ঘটনায় আদালতে মামলা দায়েরকে ষড়যন্ত্র উল্লেখ করে মামলায় তার ছেলে তাশিককে আসামি করায় কাদের মির্জা ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ছেলেটা ঢাকায় আমেরিকান ইউনিভার্সিটিতে পড়ে তার পরীক্ষা চলছে, সে ঢাকায় তাকেও মামলায় আসামি করা হয়েছে আমি বিষয়টি প্রধানমন্ত্রীকেও জানিয়েছি নেত্রী বিষয়টা দেখবেন বলেছেন