ডেস্ক রিপোর্ট
নড়াইল মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ ২ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭৫০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, যশোরের বাঘারপাড়া থানার ধল গ্রামের মোহাম্মদ মফিজুর মোল্লার ছেলে মোহাম্মদ জব্বার আলী (২৮) ও একই গ্রামের মোহাম্মদ আব্দুল মান্নানের ছেলে মোঃ রবিউল ইসলাম(২৬)।
পুলিশসূত্রে জানা যায়, আজ রবিবার (১৪ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে নড়াইল সদর থানাধীন ভওয়াখালী গ্রামের বিশ্বাস পাড়া হইতে গাঁজা বিক্রি করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওসি মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম ওই এলাকয় অভিযান চালিয়ে ৭৫০ গ্রাম গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার প্রবীর কুমার রায় জানান, গ্রেফতারকৃতদের নড়াইল সদর থানায় প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করার কাজ চলছে।




















