ডেস্ক রিপোর্ট ।।
রাজধানী ঢাকার সব বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ প্রক্রিয়া আরো সহজ, নির্ভুল ও দ্রুত করার লক্ষ্যে সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) নামে মোবাইল অ্যাপ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া অ্যাপটির উদ্বোধন করেন। এসময় ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে কমিশনার বলেন, অপরাধ প্রতিরোধ ও প্রতিকারে পুলিশের দক্ষতা বৃদ্ধি করে সমাজ থেকে অপরাধ ভীতি দূর করা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধি করে পুলিশ ভীতি দূর করার লক্ষ্যে ২০১৫ সাল থেকে ঢাকা মেট্রোপলিটন এলাকায় শুরু হয় বিট পুলিশিং প্রথা।
অপরাধ ব্যবস্থাপনার জন্য নানাবিধ তথ্য সংগ্রহের অংশ হিসেবে মহানগরে বসবাসরত নাগরিকের তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং ব্যবস্থাপনার লক্ষ্যে ২০১৬ সাল থেকে শুরু হয় নাগরিক তথ্য সংগ্রহের কার্যক্রম। তথ্যে বহুবিধ ব্যবহার নিশ্চিতকল্পে প্রস্তুত করা হয় সিআইএমএস অ্যাপ। এর যাত্রা শুরু হয় ২০১৬ সালের ১ সেপ্টেম্বর। বর্তমানে এই অ্যাপে ৭২ লাখেরও বেশি নাগরিকের তথ্য সংগৃহীত আছে।
এছাড়াও তিনি আরও বলেন, নাগরিক তথ্য সংরক্ষিত থাকার কারণে মামলার রহস্য উদঘাটনে যেমন সহায়ক পরিবেশ সৃষ্টি হয়েছে, তেমনি অপরাধ প্রতিরোধে ডিএমপি’র দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।





















