সারাদেশ ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ০১:৫২

শ্রীমঙ্গলে পুলিশের অভিযান, আটক ৭

ডেস্ক রিপোর্ট

শ্রীমঙ্গল উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযানে পুলিশ ৭ জনকে আটক করেছে। শ্রীমঙ্গল থানায় প্রয়োজনীয় দাপ্তরিক কাজ শেষে আসামিদের বুধবার (২৪ ফেব্রুয়ারি) মৌলভীবাজার আদালতে পাঠানো হয়।

আটক ৭ জন হলেন- রওশন মিয়া (৩০), মো. জাফর আলী, কল্লোল চন্দ্র ধর (২৮), আবদুল খালেক (৫০), শিপন দাস (৩০), আমিরুল হক (২৫) ও মো. সাদিকুর রহমান (৩৬)।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক বলেন, অপরাধীদের আদালতে সোপর্দ করা হয়েছে। অবৈধ মাদকসেবী এবং অবৈধ মাদক বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চলবে।