আমিনুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি:
কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ শীর্ষক ডকুমেন্টারি ভিত্তিক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসন স্বপ্নকুঁড়ি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘বীরের কণ্ঠে বীরগাথা’ শীর্ষক আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন।
এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, বীরপ্রতীক আব্দুল হাই সরকার, আব্দুল বাতেন সরকার ও হারুন অর রশীদ লালসহ প্রমুখ। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের সামনে নিজেদের যুদ্ধের স্মৃতিচারণ করেন দেশের সর্বশ্রেষ্ঠ সন্তানেরা। অনুষ্ঠানে কুড়িগ্রাম সদর, ভূরুঙ্গামারী ও রাজারহাট উপজেলা থেকে ১৩ জন বীর মুক্তিযোদ্ধা আলোচনা অনুষ্ঠানে তাদের স্মৃতিচারণ করেন।
এসময় কুড়িগ্রাম সদর উপজেলা থেকে বীরপ্রতিক আব্দুল হাই সরকার, মো: নুরুজ্জামান, মো: আব্দুল বাতেন সরকার, এস.এম হারুন অর রশীদ লাল ও আব্দুল মালেক মিয়া, ভূরুঙ্গামারী থেকে এটিএম শাহজাহান, মো: গোলাম রব্বানী, মোহাম্মদ আলী ও মো: ইসরাফিল, রাজারহাট উপজেলা থেকে মো: রজব আলী, মো: সোলায়মান আলী, হরেন্দ্রনাথ মন্টু কাজী ও আজিজুল ইসলাম মন্ডল এ পর্বে স্মৃতিচারণ করেন।
মুক্তিযোদ্ধাদের বয়ানকৃত এ ইতিহাস সমৃদ্ধ স্মৃতিচারণ অডিও ও ভিডিও’র মাধ্যমে সংরক্ষণ করা হয়। এভাবে পর্যায়ক্রমে জীবিত সকল মুক্তিযোদ্ধাদের ‘বীরের কণ্ঠে বীরগাথা’ কর্মসূচির মধ্যদিয়ে তরুণ প্রজন্ম মুক্তিযোদ্ধাদের কাছাকাছি এসে তাদের স্মৃতিচারণ এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে। এছাড়াও, পরবর্তীতে ডকুমেন্টারি হিসেবে সংগ্রহ করার যে উদ্যোগ জেলা প্রশাসন নিয়েছে তাতে মুক্তিযোদ্ধাদের জীবন কাহিনী এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সারা দেশের তরুণ প্রজন্মের কাছে পৌঁছে যাবে বলেই ধারণা করা হচ্ছে।




















