সারাদেশ ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ০১:১৪

আখাউড়ায় কর্মরত অবস্থায় ট্রেন পরিচালকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

কর্মরত অবস্থায় মো. আব্দুল জব্বার নামে এক ট্রেন পরিচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে আখাউড়ায় তার মৃত্যু হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) স্নেহাশীষ দাশ গুপ্ত জানান, মো. আব্দুল জব্বার সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৭টায় ৯৮১ নম্বর আপ ট্রেন নিয়ে আখাউড়ায় যান। পরবর্তী ট্রেনে কাজ করার জন্য মঙ্গলবার দিনগত রাতে রানিং রুমে অপেক্ষা করেন। এসময় হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি।

তিনি বলেন, আখাউড়ার পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার সদর হাসপাতালে নিয়ে যেতে বলেন ওই ট্রেন পরিচালককে। পরে তাকে নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে যাওয়ার পথে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। কসবা উপজেলার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন ট্রেন পরিচালক সমিতি চট্টগ্রামের সভাপতি নুরুল আলম চৌধুরী।