সারাদেশ ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ০৮:০০

লক্ষ্মীপুরে নৌকার প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাটের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার সকালে পৌরসভার ২নং ওয়ার্ডের এটিএম মোস্তফা স্কুল এন্ড কলেজ মাঠে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়

আগামী ২৮ ফেব্রুয়ারী ইভিএম পদ্ধতিতে পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে নৌকার প্রার্থী ছাড়াও সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলম ফারুক পিংকু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট মিজানুর রহমান মুন্সি প্রমুখ

এসময় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রিন্ট এবং ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন পৌরসভা ভোটকে ঘিরে প্রতিদিন বিভিন্ন মেয়র প্রার্থী কাউন্সিলর প্রার্থীগণ জমজমাট প্রচারণা চালাচ্ছেন

সভায় নৌকা মার্কার মেয়র প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট বলেন, পৌর মেয়র নির্বাচিত হলে পৌর পিতা নয় বরং জনগণের সেবক হিসেবে কাজ করবো উন্নয়নের ধারবাহিকতা বজায় রাখার জন্য নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি