সারাদেশ ১৩ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৫৬

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থী নিহত

ডেস্ক রিপোর্ট

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ সেশন শহীদুল্লাহ হলের শিক্ষার্থী মেহেদী হাসান শান্ত নিহত হয়েছেন

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল নেওয়া হলে বিকেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন

ঢাবির শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন রিফাত বাংলানিউজকে বলেন, মেহেদী হাসান শান্তর মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে

বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক . কে এম গোলাম রব্বানী বাংলানিউজকে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমরা শোক প্রকাশ করছি এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি