সারাদেশ ১২ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৫৬

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, ২ প্রার্থীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

বান্দরবান পৌরসভা নির্বাচন উপলক্ষে আচরণবিধি ভঙ্গ করার দায়ে মেয়র প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে

আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন সিমন সরকার অর্থদণ্ড দেন

মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএনপির মেয়র প্রার্থী মো.জাবেদ রেজাকে যানবাহনে পোস্টার লাগানোর কারণে পৌরসভা নির্বাচনে আচরণ বিধিমালাভঙ্গের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়

এছাড়া, আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচারণার সময় ব্যানারে দলীয় প্রধান ছাড়া অন্যের ছবি ব্যবহার, গাড়ি ব্যবহার করে শোডাউন এবং নির্ধারিত সময়ের পূর্বে মাইক ব্যবহার করার অপরাধে মো. সাইদুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়

প্রসঙ্গত, আগামী ১৪ ফেব্রুয়ারি বান্দরবান পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে