সারাদেশ ৯ ফেব্রুয়ারি, ২০২১ ০৬:২৭

শাহজালাল বিমানবন্দরে ৭ কেজি স্বর্ণসহ আটক ৭

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে ৭ কেজি স্বর্ণসহ (৬০ পিস স্বর্ণের বার) সন্দেহভাজন ৭ জনকে আটক করে শুল্ক গোয়েন্দারা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা।

আজ মঙ্গলবার সকাল ৭টায় ইউএস বাংলার দুবাই থেকে আসা ফ্লাইট বিএস ৩৪২ বিমানবন্দরে অবতরণের পরে যাত্রীদের উচ্ছিষ্ট খাবারের বক্স গাড়িতে তোলার পর তল্লাশি চালিয়ে ওই ৬০ পিস স্বর্ণের বার জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা।

স্বর্ণ চোরাচালানের ঘটনায় ইউএস বাংলার ক্যাটারিং সার্ভিসের কর্মীরা জড়িত বলে ধারণা করছে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নিয়াজুর রহমান খান।

উড়োজাহাজটি জব্দ করা হতে পারে বলে জানিয়েছেন অভিযানে সম্পৃক্ত সহকারী রাজস্ব কর্মকর্তা মনিরুল ইসলাম। এ ঘটনায় আটক সাত জনকে জিজ্ঞাসাবাদ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।